ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পেল ৩ হাজার ৭শ' পরিবার
রণবীর ঘোষ কিংকর
Published : Thursday, 8 July, 2021 at 7:23 PM
চান্দিনায় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পেল ৩ হাজার ৭শ' পরিবারচলমান করোনা সংকটে খাদ্য সহায়তা নিয়ে হতদরিদ্রের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে বিভিন্ন উপজেলায়। উপজেলা থেকে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ হয়ে প্রত্যন্ত পাড়া-মহল্লায়। 
সেই ধারাবাহিকতায় কুমিল্লার চান্দিনা উপজেলার  ৩ হাজার ৭শ' পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিকটে ওই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় টেলি যোগাযোগের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। 
চলমান করোনা লকডাউনে চান্দিনা উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় কর্মহীন হয়ে পড়া, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি  ডাল, ১ লিটার সয়াবিন তেল, ৩ কেজি আলু ও ২কেজি পেঁয়াজ দেয়া হয়। 
ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা উপজেলার নির্বাহী অফিসার আশরাফুন নাহার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাকিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুন নাহার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ সহায়তা আমরা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিকট বুঝিয়ে দিয়েছি। ইউনিয়নের দুঃস্থ, হতদরিদ্র ও সরকারি হট লাইন নাম্বারে ত্রাণ সহায়তা চেয়েছে যারা তাদের ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্যও চেয়ারম্যানদের বলেছি।