চাঁদপুরের শাহরাস্তিতে মাদক সেবকদের বাধা দেওয়ায় এক মুদিদোকানির সহোদরকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানির ভাই শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলবার (৬-জুলাই) উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির বিজয়পুর গ্রামের মিয়াজী বাড়ি সংলগ্ন জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তি, স্থানীয় বাসিন্দারা জানায়, ওই গ্রামের মৃত আব্দুল মোমিনের পুত্র মোঃ ইকবাল হোসেন “ভাই ভাই স্টোর” নামে একটি মুদি দোকান গত ২ বছর ধরে পরিচালনা করে আসছিলেন। মঙ্গলবার থানার অভিযোগে প্রকাশ, ওইদিন সকালে একই গ্রামের মোঃ হারুনুর রশিদের পূত্র মোঃ ফাহাদ(১৮),আবদুল মান্নানের পুত্র মোঃ আলামিন(১৯), মো: মোস্তফার পুত্র মো: রুবেল(১৯) ,মোঃ ফারুকের পুত্র মোঃ সবুজ (১৯) , মো: আলমগীরের পুত্র মোঃ জালাল(১৮) , মোঃ আবদুর রবের পুত্র মোঃ তুহিন(২১), মো: আলাউদ্দীনের পুত্র মোঃ নাছির(১৯) , মো: হুমায়ুনের পুত্র মো: আরমান গং মুদি দোকানি ইকবাল হোসেনের দোকানের সামনে এসে মাদক সেবনসহ আপত্তিকর আচরণ করতে থাকে।
এতে দোকানির ছোট ভাই মো: রবিউল হোসেন এতে আপত্তি তোলে ধাঁধা দেয়। ওই সময় আগত সঙ্ঘবদ্ধ যুবকদল ফাহাদের নেতৃত্বে ক্ষিপ্ত হয়ে ওই দোকানে প্রবেশ করে দোকানে রক্ষিত চালডাল নানা বিধ মুদি মাল বিনষ্ট করে দোকানির ভাই রবিউলকে বেদম প্রহার করে মাথা ফাটিয়ে দেয়। ওই কান্ডে দোকান তছনছ হওয়া মালামালের পরিমাণ প্রায় ৪০ হাজার টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবি করে।
পরে স্থানীয় বাসিন্দারা (রবিউলকে) তাকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানির ভাই মোঃ ইকবাল ৮ জনকে অভিযুক্ত করে শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করে।