ব্রাহ্মণপাড়ায় ২ দিনে ১৫ মামলায় জরিমানা আদায়
ইসমাইল নয়ন
Published : Thursday, 8 July, 2021 at 8:55 PM, Update: 08.07.2021 8:59:32 PM
সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন ও করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন। গত দুদিন বুধবার ও বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান অব্যাহত রেখেছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
বিরামহীনভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকার নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা দিনব্যাপী উপজেলার বিভিন্ন সড়ক ও বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না-মানায় দুদিনে ১৫ টি মামলায় ৯ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেন।এসময় তিনি তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন। থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে দিনব্যাপী সাধারণ মানুষকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে এবং সরকারি বিধিনিষেধ মেনে চলতে বিশেষ অনুরোধ করা হয়।