ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আফগানিস্তান থেকে ২১০ নাগরিককে ফিরিয়ে নিলো চীন
Published : Friday, 9 July, 2021 at 7:39 PM
আফগানিস্তান থেকে ২১০ নাগরিককে ফিরিয়ে নিলো চীনআফগানিস্তান থেকে অধিকাংশ মার্কিনসহ ও বিদেশি সেনা প্রত্যাহারের পর এবার চীন নিজেদের ২১০ নাগরিককে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশেষ একটি বিমানে এসব চীনা নাগরিককে আফগানিস্তান থেকে ফেরত আনে বেইজিং।  

ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি পরিচালিত দ্য গ্লোবাল টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, জিয়ামেন এয়ারলাইন্সের একটি ফ্লাইট ২ জুলাই কাবুল থেকে চীনের হুবেই প্রদেশে অবতরণ করে।

এয়ারলাইন কোম্পানির পক্ষ থেকেও ফ্লাইটের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে নিশ্চিত করা হয়েছে। তবে কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।

গ্লোবাল টাইমস জানায়, ফেরত আসা চীনাদের মধ্যে ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তবে চীনের দৈনিক শনাক্তের সংখ্যায় এদের কথা কথা অন্তর্ভুক্ত করা হয়নি।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পূর্ণ হবে ৩১ আগস্ট। ২০ বছর তালেবানের সঙ্গে যুদ্ধের পর ফেরত যাচ্ছে মার্কিন সেনারা।

কয়েকটি চীনা কোম্পানি আফগানিস্তানে খনি ও অবকাঠামো খাতে বিনিয়োগ করেছে। তবে তালেবান দেশটিতে বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার ফলে এসব প্রকল্প ঝুঁকির মুখে পড়ছে।