ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গণমাধ্যমে কথা বলতে মানা ঢাকার সিভিল সার্জনের
Published : Friday, 9 July, 2021 at 7:45 PM
গণমাধ্যমে কথা বলতে মানা ঢাকার সিভিল সার্জনেরঢাকা জেলার সরকারি হাসপাতালে রোগীদের সেবা সম্পর্কিত ও স্বাস্থ্য সেবা বিষয়ক কোনো তথ্য গণমাধ্যমকে না দিতে চিকিৎসক ও কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৮ জুলাই ঢাকা জেলার সব থানা-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং বিভিন্ন হেলথ ক্লিনিক ও মাতৃসদন কেন্দ্রের মেডিকেল অফিসারদের পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মইনুল আহসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বিরাজমান কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে সিভিল সার্জন ছাড়া অন্য কাউকে টিভি চ্যানেল বা যে কোনো প্রিন্ট মিডিয়ার কাছে স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মকাণ্ড অথবা রোগ ও রোগীদের কোনো তথ্য আদান-প্রদান, মন্তব্য না দেওয়ার না অনুরোধ জানানো যাচ্ছে।

পাশাপাশি রোগীর ছবি তোলা, ভিডিও করা অথবা সাক্ষাৎকার ধারণ রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের শামিল উল্লেখ করে তা থেকে বিরত থাকতে গণমাধ্যমকর্মীদের অনুরোধ করা হয়েছে চিঠিতে।

কোনো তথ্যের প্রয়োজনে সরাসরি সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

জানতে চাইলে ডা. আবু হোসেন মো. মইনুল আহসান শুক্রবার  বলেন, এ নির্দেশনা শুধু ঢাকার পাঁচটি উপজেলার জন্য প্রযোজ্য। বিভিন্নজন বিচ্ছিন্নভাবে কথা বলতে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়।

“আগে নিয়ম আরও কঠিন ছিল, পরিচালক ছাড়া কেউ কথা বলতে পারতেন না। কিছু কিছু নাম না জানা মিডিয়া এমন এমন নিউজ করছে আমাদের বিব্রত হতে হচ্ছে। আমাদের উপজেলা পর্যায়ের কর্মকর্তারাও এসব বিষয়ে তেমন ট্রেইনড না। জেলা পর্যায়ে যে কোনো একজন কথা বলবে। এজন্যই এই নির্দেশনা দেওয়া হয়েছে।”