ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর উপহার অসহায়দের মাঝে খাদ্য বিতরণ
Published : Saturday, 10 July, 2021 at 12:00 AM
মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর উপহার অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে স্বাস্থ্যবিধি মেনে অসহায়দের মাঝে এ খাদ্য বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানায় জাতীয় জরুরি সেবা ‘৩৩৩’ এ কল করে চলমান লকডাউ?নে " মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা?সিনার উপহার" হি?সে?বে খাদ্য সহায়তা পেলেন চাঁদপুর জেলার শাহরা?স্তি উপজেলার ১৭  টি পরিবার।
৩৩৩’ হটলাইনে যারা ফোন করেছিলেন, তাদের তথ্য যাচাই-বাচাই করে খাদ?্য সহায়তা দেওয়া হ?য়ে?ছে। ( চাল ১০ কে?জি, আলু ২ কে?জি, চি?নি ১ কে?জি, মশুর ডাল ১ কে?জি, তেল ১ লিটার)
উপকার?ভোগী?দের হাতে খাদ?্য সহায়তা  তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সি এ মোঃ শাহাব উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।