শাহরাস্তিতে করোনায় আক্রান্ত হয়ে হাজী কালু সওদাগরের ইন্তেকাল
Published : Saturday, 10 July, 2021 at 12:00 AM
মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে করোনায় আক্রান্ত হয়ে হাজী কালু সওদাগর (৭২) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ------রাজিউন। গতকাল বিকালে কুমিল্লায় নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তার অবস্তার অবনতি ঘটলে গতকাল ৮ জুলাই বিকালে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেয়ার পথে তিনি মারা যান। তিনি শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা প্রবাসী মনছুর আহমেদের পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ২ ছেলে সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। বাদ এশা উপজেলা সদরে অবস্থিত মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।