১০ রানেই নেই ৫ উইকেট! ওয়েস্ট ইন্ডিজের নাটকীয় জয় (ভিডিও)
Published : Saturday, 10 July, 2021 at 11:52 AM
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই অস্ট্রেলিয়াকে হারাল ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত খেললেন টি-টোয়েন্টির ‘পোস্টার বয়’ আন্দ্রে রাসেল।
২৮ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেললেন। অবিশ্বাস্য হলেও সত্যি যে, টি-টোয়েন্টির এই সেরা খেলোয়াড় প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টতে ফিফটির স্বাদ পেলেন।
সেইন্ট লুসিয়ার ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে ম্যাচটি খেলতে পারেননি ক্যারিবীয়দের নিয়মিত অধিনায়ক কাইরন পোলার্ড।
নিকোলাস পুরানের নেতৃত্বে ব্যাট হাতে নামে ক্যারিবীয়রা। কিন্তু অসি পেসারদের তোপে ১৪৫ রানে থেমে যায় উইন্ডিজরা।
সে রানও হতো না যদি রাসেলের ব্যাট থেকে ঝড়ো ফিফটি না আসতো। ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
১২ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৬৬ রান। এভিন লুইস ২ বলে খেলে শূন্য রানে আউট হয়ে ফেরেন। লেন্ডল সিমনস ২৮ বলে ২৭ করলেও ইউনিভার্স বস ক্রিস গেইল ১০ বলে ৪ রান করেই সাজঘরে ফেরেন। মারকুটে ব্যাটসম্যান শিমরন হেটমায়ার খেলেন ২৫ বলে ২০ রানের ধীর গতির ইনিংস।
সেখান থেকে ৩ চার ও ৫টি ছয়ের মারে ৫১ রান করে ৬ উইকেটে ১৪৫ রানের সংগ্রহ এনে দেন রাসেল।
আর ১৪৬ রানের ছোট টার্গেট পূরনে মাঠে নেমে মাত্র ১২৭ রানেই গুড়িয়ে যায় অস্ট্রেলিয়া।
পাওয়ার প্লের ৬ ওভারে রান আসে ৭০। ৮ ওভারে ৮৯ রান তোলে অসি ব্যাটসম্যানরা। শেষের ৭২ বল থেকে করতে হতো মাত্র ৫৭ রান। কিন্তু এই সহজ কাজটিই করতে পারেনি অস্ট্রেলিয়া। কারণ অষ্টম ওভারে হেনরিকেসের বিদায়েই পথ হারানোর শুরু করে অস্ট্রেলিয়া।
ওয়ালশ ও ম্যাককয়ের দারুণ বোলিংয়ে ২১ বলে মাত্র ১০ রান করে শেষ ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
ফলে ১৮ রানের নাটকীয় এক জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে লিড নিয়েছে ক্যারিবীয়রা।