ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানায় তুরস্কভিত্তিক গণমাধ্যম অনাদোলু এজেন্সি।
খবরে বলা হয়, শনিবার ভোরের দিকে তেহরানের উত্তর অংশে মিল্লাত পার্কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, পার্কে সাউন্ড বোমা বিস্ফোরণ ঘটেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তেহরানের ডেপুটি গভর্নর হামিদ রেজা গৌদারজী বলেন, বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত করে দেখা হচ্ছে।