ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালপুরে করোনা কেড়ে নিল সাবেক অধ্যক্ষের প্রাণ
Published : Saturday, 10 July, 2021 at 1:31 PM
লালপুরে করোনা কেড়ে নিল সাবেক অধ্যক্ষের প্রাণকরোনায় আক্রান্ত হয়ে নাটোরের লালপুর উপজেলায় আব্দুলপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাফর আহমেদের (৭৬) মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মৃত জাফর  উপজেলার দাইঁপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলী মোল্লার ছেলে। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দাইঁড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মরাদেহ দাফন সম্পূর্ণ হয়েছে।

তার মৃত্যুতে নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম আজাদ, মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শেফালী মমতাজ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল ইসলাম উজ্জ্বল, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মডেল প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম সেলিম, যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম লিটন, গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ লি. এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ গভীর শোক প্রকাশ করেছেন ।

এছাড়া শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমাবেদনা জানান তারা।