ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাগেরহাটে আরও ১২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২
Published : Saturday, 10 July, 2021 at 1:56 PM
বাগেরহাটে আরও ১২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২বাগেরহাটে নতুন করে আরও ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়াও একই সময়ে জেলায় আরও দুই ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে। শনিবার জেলায় সংক্রমণের হার ৩৪ দশমিক ২৮ শতাংশ।

নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে চিতলমারীতে ১০ জন ও মোল্লাহাটে উপজেলায় ২ জন। জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।

এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪২১ জনে। আর করোনায় মৃত্যু হয়েছে ৯৮ জনের।
এদিকে, জেলায় লকডাউনের ১০ম দিনে সড়কে যন্ত্রচালিত রিকশা ও ইজিবাইকের চলাচল বেড়েছে। বাগেরহাট জেলা সদরসহ ৯টি উপজেলায় সেনাবাহিনী ও নৌবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। লকডাউন বাস্তবায়নে জেলা জুড়ে গত ২৪ ঘণ্টায় ১২টি ভ্রাম্যমাণ আদালত করোনা স্বাস্থ্যবিধি না মানায় ৭৩ জনকে ৫৪ হাজার ৬৫০ টাকা জরিমানা করে।

এছাড়াও জেলায় লকডাউন বাস্তবায়নে প্রশাসনের সাথে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ ও যুব রেডক্রিসেন্ট সদস্যরা।