রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এতে জরুরি বিভাগের অফিস সহকারী নজরুল ইসলাম মিঠুন আহত হয়।
শনিবার (১০ জুলাই) দুপুরে ১২টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
হামলার পর জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক ও সহকারীরা সাময়িকভাবে সেবা দেয়া বন্ধ রাখেন। পরিস্থিতি শান্ত হলে দুপুর সোয়া ১টায় আবারও সেবা কার্যক্রম চালু হয়।
আহত মিঠুন বলেন, করোনাকালীন সময়ে জরুরি বিভাগে রোগীর চাপ অনেক বেশি। সকালে রোগির সিরিয়ল নিয়ন্ত্রণ করার সময় হঠাৎ ১০-১৫ জন কক্ষে ঢুকে মারধোর করে। এতে তার নাক ফেটে যায় এবং পায়ের একটি নখ ভেঙ্গে গেছে। এছাড়া মাথায়ও আঘাত লেগেছে।
প্রত্যক্ষদর্শী মামুন, রবিসহ কয়েকজন জানান, মিঠুনের ওপর হামলার সময় তারা ঠেকাতে আসলে তাদেরকেউ মারধর করা হয়। জরুরি বিভাগের থাই ভাংচুর করে চলে যায়। তারা কোনো রোগীর স্বজন হবে বলে ধারণা করা হচ্ছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস জানান, জরুরি বিভাগে হামলা করে এক অফিস সহকারীকে মারধর ও গ্লাস ভাংচুর করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানোা হয়। এখন পরিবেশ শান্তু এবং সেবাও দেয়া হচ্ছে।