ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
Published : Saturday, 10 July, 2021 at 6:03 PM
জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশপ্রথম ইনিংসে ৪৬৮ রান তুললেও টপ অর্ডার ব্যর্থ ছিল বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসে অবশ্য সেই ব্যর্থতার জাল ছিন্ন করেছেন তরুণরা। তৃতীয় দিনে জিম্বাবুয়েকে অলআউট করার পর ব্যাটিংয়ে নেমে ছড়ি ঘুরিয়েছেন সাদমান-শান্ত। চতুর্থ দিনের প্রথম সেশনে তাদের রান উৎসবে ১ উইকেটে ২৮৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।

তাতে ৪৭৬ রানের লিড পেয়ে জিম্বাবুয়েকে জয়ের জন্য ৪৭৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মুমিনুল বাহিনী।

চতুর্থ দিনের প্রথম সেশনটা পুরোটাই ছিল বাংলাদেশের। প্রথম সেশন শেষে স্কোর ছিল ৪৯ ওভারে ১ উইকেট্ ১৬৯ রান।

সকালটাও দারুণ কাটছিল। শুক্রবার দ্বিতীয় ইনিংস শুরুর পর সাদমান ইসলামের সঙ্গে জুটি দাঁড় করিয়ে নিয়েছিলেন সাইফ। কিন্তু আজ বেশিদূর যাওয়া হয়নি। দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে আউট হয়েছেন সাইফ। পঞ্চম টেস্ট খেলতে নামা এই ওপেনারের এটাই সর্বোচ্চ ইনিংস!

রিচার্ড এনগারাভার বলে ডিয়োন মায়ার্সের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন সাইফ। যাওয়ার আগে টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ৪৩ রানের ইনিংসটি খেলেন ৯৫ বলে, যাতে ছিল ৬ বাউন্ডারির মার। তার বিদায়ে ৮৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

এর পরই রান উৎসবে যোগ দেন সাদমান ও শান্ত।তাদের ব্যাটেই বড় লিডের পথে এগোতে থাকে সফরকারীরা। দাপট দেখাতে দেখাতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখাও পেয়ে যান সাদমান। অপরাজিত থাকেন ১১৫ রানে। সঙ্গী নাজমুল শান্তও তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। তিনি অপরাজিত থাকেন ১১১ রানে। তার সেঞ্চুরির পরই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

১৯৬ রানের জুটি গড়া সাদমান-শান্ত পুরোটা সময়ই প্রভাব বিস্তার করে খেলেছেন। সাদমানের ১৯৬ বলের ইনিংসে ছিল ৯টি চার। শান্ত ছিলেন ওয়ানডে মেজাজী। ১১৮ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৬টি ছয়!