রাজবাড়ী জেলার পদ্মা-যমুনার মোহনায় ১৩ কেজি ওজনের এক বোয়াল মাছ ধরা পড়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নিরঞ্জন হালদারের জালে মাছটি ধরা পড়ে।
শনিবার সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া পাঁচ নং ফেরিঘাটে আনা হলে সম্রাট শাহজাহান শেখ নামে এক আড়ত মালিক প্রতি কেজি ১৭’শ টাকা দরে মোট ২২ হাজার ১০০ টাকায় মাছটি কিনে নেন। এ সময় মাছটি দেখতে স্থানীয় জনতার ভিড় লেগে যায়।
পরে ওই আড়ত মালিত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৮’শ টাকা কেজি দরে মোট ২৩ হাজার ৪০০ টাকায় মাছটি বিক্রি করেন।
এ বিষয়ে ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, পদ্মায় এত বড় বোয়াল এখন খুব একটা পাওয়া যায় না। বড় বোয়াল পেয়ে জেলে নিরঞ্জন হালদার খুব খুশি হয়েছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, পদ্মা-যমুনায় এ বছর অনেক ধরনের বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুব খুশি। তবে মাছগুলো রক্ষা করা গেলে সেগুলো ডিম ছেড়ে নদীতে ব্যাপকহারে বংশ বিস্তার করত।