ত্রিপুরা সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক গ্রামের চৌমুহনি এলাকায় সেপটিক ট্যাংকিতে পড়ে দুই শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (১০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
আহত শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবার বাড়ি কসবা উপজেলার বায়েক গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে বায়েক গ্রামের চৌমুহনি এলাকার জৈনক কামাল মিয়ার বাড়ির একটি সেপটিক ট্যাংকি পরিষ্কার করার জন্য ঢাকনা খুলে এর ভেতরে প্রবেশ করেন জহির মিয়া (২৩), মো. অনিক (২৭) ও জাকির (৩০) নামে তিন শ্রমিক। এর কিছুক্ষণ পর তিনজন অচেতন হয়ে পড়েন। এর মধ্যে জহির এবং অনিককে মৃত অবস্থায় ফায়ার সার্ভিসের সহায়তায় স্থানীয়রা উদ্ধার করেন। এ সময় জাকির নামে অপর শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বায়েক ইউনিয়নের চেয়ারম্যান মো. আল মামুন ভূইয়া জানান, নতুন সেপটিক ট্যাংকির ঢাকনা খুলে তিন শ্রমিক ভেতরে প্রবেশ করে দুইজন মারা যান। আহত অবস্থায় অপর শ্রমিককে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অক্সিজেন সংকটের কারণে তারা মারা গেছেন। তবে বিষয়টি পুলিশ তদন্ত করছে। তারা এ বিষয়ে আরও ভালো বলতে পারবেন।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ভূইয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যালে পাঠানো হয়েছে। ঘটনার সঠিক কারণ উদঘাটন করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।