বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে নিয়ে ৮ জনসহ নতুন করে ১৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় মারা যাওয়াদের মধ্যে বগুড়া জেলার ২, জয়পুরহাট জেলার এক ও নাটোর জেলার একজন রয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ৯৭ জন।
শনিবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় (৯ জুলাই) ৩২৮টি নমুনার নতুন শনাক্ত হয়েছে ৯৭ জন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৭৩ জন, বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৬ নমুনায় ২৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদরের ৭০ জন, শাজাহানপুরের ১১ জন, দুপচাঁচিয়ায় ৮ জন, সারিয়াকান্দি ২ জন এবং গাবতলী ও শেরপুরে একজন করে আক্রান্ত হয়েছেন। বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৫২৪ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৫০ জন। মোট মৃত্যু হয়েছে ৪৬০ জনের। এখন চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৬১৪ জন।
করোনায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- নাটোর জেলার হায়দার হোসেন (৫৫), বগুড়া সারিয়াকান্দির আসাদুল (৪৭)। সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে জয়পুরহাট জেলার গোলাম রব্বানী (৫২), টিএমএসএস হাসপাতালে দিনাজপুর জেলার মোজাম্মেল হক (৫৫) এবং বগুড়ার গাবতলী উপজেলার দুলু মিয়া (৬৮) নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল কর্তৃপক্ষ করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৮জনের মৃত্যুর কথা জানিয়েছেন