দিয়াজের জোড়া গোলে তৃতীয় স্থান কলম্বিয়ার
Published : Sunday, 11 July, 2021 at 12:00 AM
কোপা
আমেরিকায় তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষে করেছে কলম্বিয়া। লুইস
দিয়াজের অনবদ্য পারফরম্যান্সে পেরুকে হারিয়ে এই যোগ্যতা অর্জন করে দলটি।
শনিবার (১১ জুলাই) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৩-২ গোলের রোমাঞ্চকর ম্যাচে পেরুকে হারিয়ে শেষ হাসি হাসে কলম্বিয়া।
৯০
মিনিট পর্যন্ত ড্র থাকার পর রেফারির যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল দিয়ে
জয় নিশ্চিত করেন দিয়াজ। এর আগে দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে তিনি আরও একটি গোল
করেছিলেন। তার জোড়া গোলেই পেরু বধ করে কলম্বিয়া।
প্রথমার্ধের ঠিক ৪৫
মিনিটে ইউশিমার ইউতিনের গোলে এগিয়ে যায় পেরু। বিরতি থেকে ফিরে হুয়ান
কুয়াদ্রাদোর গোলে সমতা আনে কলম্বিয়া। এরপর ৬৬মিনিটে দিয়াজ এগিয়ে দিলে ৮২
মিনিটে পেরুর হয়ে সমতা আনেন লাপাদুলা। আর একদম শেষ সময়ে দিয়াজ গোল দিয়ে
নিশ্চিত করেন জয়।
সেমি ফাইনালে আর্জেন্টিনার বিপে হেরে তৃতীয় স্থান
নির্ধারণী ম্যাচে খেলতে আসে কলম্বিয়া। ড্র তে নিস্পত্তি হলেও টাইব্রেকারে
হারতে হয় মেসিদের কাছে। অন্যদিকে পেরু ব্রাজিলের বিপে ১-০ গোলে হেরে যায়।