ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিদেশে বাংলাদেশের ৫ জয়
Published : Sunday, 11 July, 2021 at 8:42 PM
বিদেশে বাংলাদেশের ৫ জয়বিদেশের মাটিতে ৫৯ টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মধ্যে মাত্র ৫ ম্যাচ জিততে পেরেছে বাংলাদেশ। ২০০৯ সালের প্রথমবারের মতো বিদেশের মাটিতে জয়ের দেখা পায় লাল-সবুজ জার্সিধারীরা। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি করে জয় ছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে একটি জয় রয়েছে টাইগারদের।

২০২১ সালের জিম্বাবুয়ে সফর (একটি):

দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে সফরে যাওয়া বাংলাদেশ দল একমাত্র টেস্ট ম্যাচটি জয়ে রাঙিয়েছে। হারারেতে অনুষ্ঠিত ম্যাচে দলগত পারফরম্যান্সেই জয় পেয়েছে মুমিনুল হকরা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই আধিপত্য বিস্তার করে ২২০ রানের বিশাল ব্যবধানের জয় ছিনিয়ে নিয়েছে সফরকারীরা। দলগত পারফরমান্সের জয় হলেও মূল নায়ক মাহমুদউল্লাহ। অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি।

২০১৭ সালে শ্রীলঙ্কা সফর (একটি):

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হয় গলে। প্রথম টেস্ট ২৫৯ রানের বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কলম্বোয় নিজেদের শততম টেস্ট ম্যাচটিতে সাকিব-তামিমের পারফরম্যান্সে ৪ উইকেটে জিতে নেয় বাংলাদেশ। ৪৯ ও ৮২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন তামিম ইকবাল।

২০১৩ সালে জিম্বাবুয়ে সফর (একটি):

মুশফিকুর রহিমের নেতৃত্বে জিম্বাবুয়ে সফরে যায় বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত প্রথম টেস্টে হার দিয়ে শুরু করে বাংলাদেশ। অবশ্য দ্বিতীয় টেস্টটি ১৪৩ রানে জিতে সিরিজে ১-১ ড্র করে বাংলাদেশ।  সাকিব-মুশফিক-নাসির-রবিউলের পারফরম্যান্সে প্রথমবারের মতো জিম্বাবুয়ের মাটিতে টেস্ট ম্যাচ জেতার স্বাদ পায় বাংলাদেশ। ৬০ ও ৯৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পান অধিনায়ক মুশফিকুর রহিম।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর (দুটি):

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে নেয় বাংলাদেশ। প্রথম টেস্ট ৯৫ রানে ও দ্বিতীয় টেস্ট ৪ উইকেটে জিতে বাংলাদেশ। বিদেশের মাটিতে ওটাই বাংলাদেশের প্রথম সাফল্য। অনেক কিছু মিলিয়ে সিরিজটি বেশ ঘটনাবহুল।

সিরিজের শুরুতেই ওয়েস্ট ইন্ডিয়ান বোর্ডের সঙ্গে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের তুমুল বিরোধ। অধিনায়ক ক্রিস গেইলসহ দলের বেশ কয়েকজন তারকা খেলোয়াড় নিজেদের নাম প্রত্যাহার করে নেন। পরে তারকা ক্রিকেটারদের ছাড়াই সিরিজ অনুষ্ঠিত হয়। অনেকটা খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের আনন্দে মাতে বাংলাদেশ। এছাড়া নিয়মিত অধিনায়ক মাশরাফি মুর্তজা মাত্র ৬.৩ ওভার বল করে হাঁটুর চোট নিয়ে মাঠ ছাড়েন। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় সাকিব আল হাসানকে।