চোট নিয়ে খেলেই মেসির শিরোপা
Published : Monday, 12 July, 2021 at 12:00 AM
সবচেয়ে বেশি গোল, সবচেয়ে বেশি অ্যাসিস্ট, টুর্নামেন্টের সেরা ফুটবলার, সব মিলিয়ে মেসিময় এক শিরোপা আর্জেন্টিনার। ফুটবল বিশ্বজুড়েও তাই চলছে লিওনেল মেসির স্তুতি। আর্জেন্টিনা কোচ যা বললেন, তাতে সেই স্তুতির স্রোতে বইবে আরও প্রবল জোয়ার। সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচ পুরো ফিট না হয়েই খেলেছেন আর্জেন্টিনা অধিনায়ক!
মেসির চোটের ধরন কি, তা অবশ্য বলেননি আর্জেন্টিনা কোচ। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, একুয়েডরের বিপে কোয়ার্টার-ফাইনাল ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে টান লাগে মেসির। সেই অবস্থায়ই খেলেন পরের দুই ম্যাচ।
এত কাঙ্তি ট্রফির অভিযানে কী আর এসব চোট মেসিকে দমিয়ে রাখতে পারে! ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেটিই বললেন স্কালোনি।
“আপনারা যদি জানতে পারেন যে, কোন অবস্থায় সে কোপা আমেরিকা খেলেছে, তাহলে তাকে আরও ভালোবাসবেন।”
“তাকে ছাড়া এসব হয় না। পুরো ফিট না হয়েও যদি সে খেলে, যেমন আজকের ম্যাচ ও আগের ম্যাচে, তবুও তার মতো একজন ফুটবলারকে ছাড়া এমন সাফল্য সম্ভব নয়।”