"বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাবার স্বপ্ন পুরণ করে যাচ্ছেন"---হাসেম খান এমপি
Published : Monday, 12 July, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় কর্তৃক সরবরাহকৃত ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ কার্য্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা সারোয়ার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি। তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার স্বপ্ন পুরণে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছেন। ছাত্রজীবন থেকেই আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। এ জনপদের উন্নয়নে মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত আমি কাজ করে যাব। কোন দূর্ণীতিবাজকে আমি প্রশ্রয় দিব না। করোনা মহামারীতে সবাই সতর্ক থাকুন। অনুষ্ঠানে বিশেষ
অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। এসময় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মনিরুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: এনামুল হক, বুড়িচং আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি,জাতীয় পার্টির নেতা জসিম উদ্দিন, মৎস্যজীবীলীগের আহ্বায়ক মনির চৌধুরী, গিয়াস উদ্দিন চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন নান্নু, বুড়িচং ছাত্রলীগের সাবেক সেক্রেটারি বাছির খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ২৫০ জন পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরন করা হয়। ত্রান সামগ্রীর মাঝে ছিল চাল, তেল, ডাল, লবনসহ অন্যান্য সামগ্রী।