ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাজধানীতে আজ ৭০৮ জন গ্রেফতার
Published : Monday, 12 July, 2021 at 12:00 AM
কঠোর লকডাউন এবং সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ৭০৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকার ৫১টি থানায় পৃথক অভিযান চালিয়ে রবিবার (১১ জুলাই) কঠোর লকডাউনের ১১তম দিনে তাদের গ্রেফতার করা হয়।
রবিবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম এইসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮৪ জনকে ৫ লাখ ৩৮ হাজার ৬৮০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিএমপি ট্রাফিক বিভাগ ২৪৪ গাড়িকে ৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
লকডাউনের আদেশ অমান্য করে অযথা অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ার অভিযোগে গত ১০ দিনের ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় ৬ হাজার ৫৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।