এবার ভাঙাচোরা তিন কিলোমিটার রাস্তা সংস্কার করল ‘হ্যালো ছাত্রলীগ’
Published : Monday, 12 July, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারে ভাঙাচোরা তিন কিলোমিটার রাস্তা সংস্কার করেছে মানুষের প্রয়োজনে পাশে থাকা ‘হ্যালো ছাত্রলীগ’। শনিবার বিকালে খলিলপুর থেকে সুলতানপুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার ভাঙাচোরা রাস্তায় ইট ফেলে সংস্কার করে হ্যালো ছাত্রলীগ।
হ্যালো ছাত্রলীগের কর্ণধার মো আবু কাউছার অনিক বলেন, সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল’র নির্দেশনায় করোনাকালীন সময়ে হ্যালো ছাত্রলীগ বিভিন্ন প্যাকেজের মাধ্যামে মানবিক সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খলিলপুর থেকে সুলতানপুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ । হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে বিভিন্ন গ্রামে চলাচল করে। তাদের জনদূর্ভোগ কমাতে ভাঙা ইট ও কংক্রিট ফেলে সংস্কার করেছি। আশা করছি এতে কিছুটা হলেও দুর্ভোগ কমবে।
ভাঙাচোরা রাস্তা সংস্কার কাজে অংশগ্রহন করেন,“হ্যালো ছাত্রলীগ” টিমের সদস্য কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সহ সম্পাদক মো. আনোয়ার হোসেন বাপ্পু, সাদ্দাম হোসেন, পৌর ছাত্রলীগ সহ সভাপতি নাজমুল হাসান, সাব্বির আহমেদ, আনোয়ার হোসেন ও উপজেলা ছাত্রলীগ এর সদস্য রাতুল রহমান আশিক ও মো. আমির হোসেন আরও অনেকে। প্রসঙ্গত, দেবিদ্বারে করোনা শুরু থেকে হ্যালো ছাত্রলীগ কখনও অসহায়দের ঘরে ঘরে খাদ্য পৌছে দেয়া, কখনও আবার করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন দেয়া, করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা, কৃষককের ধান কেটে মাড়াই করে বাড়ি পৌছে দেয়াসহ বিভিন্ন মানবিক কাজ করেছে। যতদিন পর্যন্ত এ মহামারী থাকবে ততদিন “হ্যালো ছাত্রলীগ” এ মানবিক কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানান আবু কাউছার অনিক।