লালমাইয়ে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
Published : Monday, 12 July, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাইয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্থ অটো, সিএনজি, ভ্যান চালক সহ অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক ও উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব।
শনিবার (১০ জুলাই) সকালে বাকই উত্তর ইউনিয়নে উপহার বিতরণের পর সন্ধ্যা পর্যন্ত উপজেলার অন্যান্য ইউনিয়নে পৃথক আয়োজনে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণকালে ইউএনও অজিত দেব বলেন, করোনাকালীন সময়ে ইতোপূর্বে দেশের জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী পাঠিয়েছেন। এবারও দেশের মানুষের কথা চিন্তা করে তিনি সারা দেশে একযোগে এসব উপহার সামগ্রী পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের মাধ্যমে বিশ্বের কাছে পরিচিত করেছেন। তারই ধারাবাহিকতায় একরোনা মহামারিতেও তিনি দেশের মানুষের কথা ভেবে এ উদ্যোগ গ্রহণ করেন।
উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, এ দেশের গরীব অসহায় মানুষের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ভাবেন। সেজন্যই তিনি সারাদেশে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বিনামূল্যে ঘর নির্মাণ করে দিয়েছেন। এখন আবার খাদ্য সামগ্রী পাঠিয়ে মানুষের সাথে রয়েছেন। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির জন্য বিশেষ দোয়া করার অনুরোধ জানান তিনি।
লালমাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেশের মানুষকে সুরক্ষিত রাখার জন্য। তিনি উপস্থিত সকলকে লকডাউনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন।
আয়োজনে বিভিন্ন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অজিত দেবের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইউব আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার, সচিব তন্ময় চৌধুরী, মেম্বার বাহাউদ্দীন ভূঁইয়া, সামছুল হক মেম্বার, প্রমুখ।
মাননীয় প্রধানমন্ত্রীর এসব খাদ্য উপহার সামগ্রীর প্যাকেটে চাল, তেল, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন সামগ্রী ছিল।