নাটোরে একদিনে আরও সাত জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয় জন এবং উপসর্গে একজন মারা গেছেন। এ নিয়ে নাটোরে সরকারি হিসাবে ৮০ জন মারা গেছেন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় নাটোর জেলায় মোট ৩৮১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১১৪ জনের। শনাক্তের হার ২৯.৯২ ভাগ। সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এবং সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় নাটোর সদর হাসপাতালে চার জন এবং রামেক হাসপাতালে দুই জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৩৩২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে ৮৭ জনের। আর জিন এক্সপার্ট মেশিনে ৪৯ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট ৩৮১ জনের নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯.৯২ ভাগ। এ নিয়ে জেলায় মোট ২১ হাজার ২৩৮ জনের নমুনা পরীক্ষায় পাঁচ হাজার ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৮০ জন, আর সুস্থ হয়েছেন দুই হাজার ২৬২ জন।
সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে একজন মারা গেছেন। আর করোনা ইউনিটে ৭০ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৭৪ জন।