ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত ঢাকায়
Published : Monday, 12 July, 2021 at 7:23 PM
সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত ঢাকায়গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৭৬৮ জন। এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে সরকারি হিসাবে মোট শনাক্ত হলেন ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন। সর্বোচ্চ এই রোগী শনাক্তের দিনে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যুও সর্বোচ্চ ঢাকাতেই।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২০ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৬৪ জন। এরপর রয়েছে খুলনা বিভাগ। খুলনাতে মারা গেছেন ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, বরিশাল বিভাগে চার জন, সিলেট বিভাগে ছয় জন, রংপুর বিভাগে ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ১৩ জন।

অপরদিকে, শনাক্ত হওয়া ১৩ হাজার ৭৬৮ জনের মধ্যে চার বিভাগের প্রত্যেকটিতে শনাক্ত হয়েছেন হাজারের ওপরে। তার মধ্যে ঢাকা বিভাগে এই প্রথম শনাক্ত রোগী ছয় হাজার ছাড়ালো। এ বিভাগে শনাক্ত হয়েছেন ছয় হাজার ৪১৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫০০ জন, চট্টগ্রাম বিভাগে দুই হাজার ৩১১ জন, রাজশাহী বিভাগে এক হাজার ৩৩৯ জন, রংপুর বিভাগে ৬১৩ জন, খুলনা বিভাগে এক হাজার ৬৪২ জন, বরিশাল বিভাগে ৫৭৫ জন এবং সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৩৭৫ জন।