সারা দেশের ন্যায় চাঁদপুরে ও কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করে যাচ্ছে পুলিশ সেনাবাহিনী ও বর্ডারগার্ড সদস্যরা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এ আইন শৃঙ্খলা বাহিনী মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। চাঁদপুর শহরে পুলিশ সদস্যরা জনসাধারণকে সচেতন করতে সর্বদা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু জনসাধারণ অনেকটাই করোনাকে উপেক্ষা করে শহরে চলাচল করছে। গত ১ জুলাই সরকার সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করার পর থেকে সারা দেশের ন্যায় চাঁদপুরেও পুলিশ সদস্যরা সড়কে নিরলসভাবে কাজ করছে। চাঁদপুর শহর এলাকায় ও উপজেলাগুলোতে পুলিশ সুপার মিলন মাহমুদের দিক নির্দেশনায় পুলিশ সদস্যরা কঠোর লকডাউন বাস্তবায়নে নিজেরা করোনার ঝুঁকির মধ্যে থেকে কাজ করছে। শহর এলাকায় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ রশিদের নেতৃত্বে বেশ কয়েকটি টিম মাঠে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ রশিদের নেতৃত্বে চনঁদপুর শহরের কালিবাড়ি মোড়, পালবাজার মোড়, নতুন বাজার মোড়, বাস স্ট্যাণ্ড, চেয়ারম্যান ঘাট, ষোলঘর, ওয়ারল্যাছ মোড়, বঙ্গবন্ধু সড়ক, ইচুলি চৌরাস্তা, বাবুরহাট, মহামায়া পর্যন্ত চেক পোস্ট বসিয়ে কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।