ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
Published : Tuesday, 13 July, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় চলমান ‘কঠোর লকডাউনে’ সরকারি বিধি উপেক্ষার করার অভিযোগে ২০ মামলায় প্রায় ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কঠোর লকডাউনের ১২তম দিন সোমবার (১২ জুলাই) চান্দিনার বিভিন্ন এলাকার নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলাসহ বিভিন্ন অপরাধে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৭  হাজার ৯শ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাকিব হাসান এর নেতৃত্বাধীন পৃথক ২টি টিমের পৃথক অভিযানে ওই জরিমানা করা হয়। এসময় চান্দিনা থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার জানান- আমি ১২টি মামলায় ৬ হাজার ৯শ টাকা এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি)’র অভিযানে ৮টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।