ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নোয়াখালীতে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা-ভাঙচুর
Published : Tuesday, 13 July, 2021 at 12:00 AM
নোয়াখালীর কবিরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে বসানো পশুর হাট বন্ধ করতে যাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালানো হয়েছে।
সোমবার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম চিরিঙ্গাবাজারে এ ঘটনা ঘটে।
নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান হামলা ভাঙচুরের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, এ ব্যাপারে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে। তাদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা আক্তার জানান, চলমান লকডাউনে সরকারের বিধিনিষেধ উপেক্ষা করে অবৈধভাবে গরুর হাট বসানোর খবর পেয়ে নবগ্রাম চিরিঙ্গাবাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস অভিযান চালান। এসময় ম্যাজিস্ট্রেটের সরকারি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন ব্যবসায়ীরা। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মামলার প্রস্তুতি চলছে বলেও জানান।
কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।