এবার কোরবানির হাট কাপাঁবে ব্রাহ্মণপাড়ার ‘খান সাহেব’
Published : Tuesday, 13 July, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন: গত তিন বছর ধরে অতি যতেœ কোরবানির জন্য প্রস্তুত করেছেন কালো রঙের মাঝে সাদা ডোরা কাটা খান সাহেব। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের ময়নাল হোসেন খানের গরুটি এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। ২০ মণ ওজন বা ৮০০ কেজি হবে বলে ধারনা করা হচ্ছে। সাধারন মানুষ খান সাহেবকে দেখার জন্য প্রতিদিন নানা এলাকা থেকে দেখতে আসছেন। দেশীয় জাতের এই গরুটি ময়নাল হোসেনের ছোট ছেলে মাসুদুর রহমান খান যতœ সহকারে লালন পালন করছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছর কোরবানির হাটে খান সাহেবকে তোলা হবে। খান সাহেবের আনুমানিক মূল্য ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এই গরুটি সম্পূর্নরুপে দেশিয় জাতের গরু বিধায় ঘাস, খৈল, ভুষি, ভাতের মাড়সহ অন্যান্য লতাপাতা খায়িয়ে তৈরী করেছেন। খান সাহেবের মালিক ময়নাল হোসেন খান জানান, দীর্ঘ তিন বছর ধরে আমার ছোট ছেলে মাসুদুর রহমান নিজের সন্তানের মতো যতœ করে আদর সোহাগ ভালবাসা দিয়ে তিলে তিলে এই খান সাহেবকে তৈরী করেছেন। এই খান সাহেবকে নিয়ে এলাকাবাসীর কৌতুহলের শেষ নেই। ক্রেতা ও বেপারীরা প্রতিদিন খান সাহেবকে ক্রয় করার জন্য ভিড় করছে। অনেকে দাম শুনে আবার চুপকে যায়।