ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সর্বোচ্চ নমুনায় সর্বোচ্চ শনাক্ত
Published : Tuesday, 13 July, 2021 at 12:00 AM
গত ২৪ ঘণ্টায় দেশে ফের করোনাভাইরাস শনাক্তে সর্বোচ্চ নমুনা পরীক্ষা করা হয়েছে। আর তাতে করে মহামারিকালে একদিনে সর্বোচ্চ রোগীও শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ হাজার ৭৬৮ জন মানুষ সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর নমুনা সংগৃহীত হয়েছে ৪৬ হাজার ৪৫টি এবং পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৬৭টি।
দেশে গত মার্চে যখন করোনা মহামারি শুরু হয় তখন সরকারের একটি মাত্র ল্যাব-রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) করোনার নমুনা পরীক্ষা হতো।
শুরু থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, টেস্ট, টেস্ট অ্যান্ড টেস্ট। সেই সঙ্গে ‘যত বেশি পরীক্ষা তত বেশি রোগী শনাক্ত’ হওয়ার কথা দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়ে এসেছিলেন। পরে ধীরে ধীরে সরকারি পরীক্ষাগার বাড়ানো হয়। এ সময় বেসরকারি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করার অনুমতি দেয় সরকার।
পাশাপাশি অ্যান্টিজেন পরীক্ষার দাবিও তোলা হয় জনস্বাস্থ্যবিদদের পক্ষ থেকে। অবশেষে গত বছরের ৫ ডিসেম্বর দেশে অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দেয় সরকার। সেদিন যশোর জেলা সদর হাসপাতালসহ ১০টি জেলায় প্রাথমিকভাবে অ্যান্টিজেন টেস্ট শুরু হয়।
দেশে বর্তমানে ৬২৭টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে ১৩০টি পরীক্ষাগারে আরটি-পিসিআর পদ্ধতিতে, ৫০টিতে জিন এক্সপার্ট পরীক্ষার মাধ্যমে এবং ৪৪৭টিতে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।