বাংলাদেশের ওয়ানডে দলটি গড়া হয়েছে অভিজ্ঞতা আর তরুণদের মিশেলে। সাকিব-তামিম-মাহমুদউল্লাহ-মুশফিকদের সঙ্গে বেশ কিছু তরুণ ক্রিকেটার রয়েছেন। বৈচিত্র্যপূর্ণ এই দলটিকেই অন্যসব দলের চেয়ে এগিয়ে রাখছেন তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।
মঙ্গলবার হারারেতে অনুশীলন শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমাদের দলে যে চারজন অভিজ্ঞ পারফর্মার আছেন, তাদের সাথে তরুণরা আছে। তাতে আমাদের ওয়ানডে দল অন্যান্য দলের চেয়ে এদিক থেকে এগিয়ে আছি। অন্যান্য অনেক দলেই হয়ত এমনটা নেই। এদিক থেকে আমি মনে করি, আমাদের অবস্থান খুব ভালো। আমাদের অপশন অনেক বেশি। বেশিরভাগ খেলোয়াড় বোলিং-ব্যাটিং দুটোই করতে পারেন। দলের জন্য যা খুবই ভালো দিক।’
বাংলাদেশ দল ২০১৩ সালে জিম্বাবুয়েতে সর্বশেষ সফর করলেও মোসাদ্দেক ২০১৫ সালে ‘এ’ দলের হয়ে সফর করে গেছেন। ফলে কন্ডিশন সম্পর্কে তার ধারণা স্পষ্ট। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘২০১৫ সালে 'এ' দলের সাথে জিম্বাবুয়ে সফরে এসেছিলাম। প্রায় ৬ বছর আগের মতোই উইকেট-কন্ডিশন। টেস্ট ম্যাচের উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল। শুরুর এক ঘণ্টা ছাড়া বোলাররা খুব বেশি সহায়তা পাবে না। বোলারদের জন্য চ্যালেঞ্জিং হলেও ব্যাটসম্যানদের জন্য খুব ভালো উইকেট।’
দলে অনেকদিন ধরে খেলেও জায়গা এখনো পাকা করতে পারেননি মোসাদ্দেক। তবে এই অলরাউন্ডার মনে করেন, তরুণদের দলে থিতু হওয়ার এটাই সঠিক সময়, ‘আমরা যারা একসাথে খেলা শুরু করেছিলাম, তাদের জন্য পারফর্ম করা ও দলে থিতু হওয়ার এটাই সঠিক সময়। ধারাবাহিকতার ওপরে কিছু নেই। আমরা ধারাবাহিক হতে পারলে দলে জায়গাও পোক্ত হবে। এতে দলও উপকৃত হবে।’
আগামী ১৬ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। হারারে স্পোর্টস ক্লাব মাঠেই হবে সব ম্যাচ। বুধবার ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর একদিন অনুশীলন করে ১৬ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে যথাক্রমে ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টেস্টের মতো সীমিত ওভারের সব ম্যাচও হবে হারারেতে।