ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ
Published : Wednesday, 14 July, 2021 at 8:21 PM
আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬ দিন আমদানি-রফতানি বন্ধঈদুল আজহা উপলক্ষে আগামী মঙ্গলবার থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার দুপুরে আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ সভায় এই সিদ্ধান্ত হয়। দুপুরে স্থলবন্দরে আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের অফিসে এই সভা হয়।

পরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদল আজহা এবং শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় আগামী ২০  জুলাই মঙ্গলবার থেকে ২৫ জুলাই রবিবার পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি স্বাপেক্ষে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, আমদানিকারক অ্যাসোসিয়েন ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েনের যৌথ সভায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি আগরতলার ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।