তিতাসে গাছ লাগানোকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন
কবির হোসেন
Published : Wednesday, 14 July, 2021 at 8:13 PM
তিতাসে ভাতিজির লাথির আঘাতে জেটার মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকাল আনুমানিক ৩ টায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নারায়নপুর গ্রামের উত্তর পাড়া নিহতের নিজ বাড়িতে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছে। সরেজমিনে গিয়ে জানা যায় ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে মুকবুল হোসেন(৫৫) বাড়িতে যাওয়া আসার রাস্তার উপর কাঠাল গাছ রোপন করতে ছিল,এসময় প্রতিবেশী মৃত খলিল মিয়ার ছেলে মো. সোহেল মিয়া(২০) বাঁধা দেয়, মুকবুল বাঁধা না শুনলে মোর্শেদকে (৬০) ডেকে আনে সোহেল। মোর্শেদ মিয়া এসে মুকবুলকে গাছ লাগাতে নিষেধ করলে,তার ভাতিজি সুমি(৩০) ক্ষিপ্ত হয়ে জেটা মোর্শেদের অন্ডকোষে লাথি মারলে সে ডলে পড়ে অজ্ঞান হয়ে যায়। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মোর্শেদ মিয়াকে মৃত ঘোষনা করেন। নিহতে ছোট ভাই মহাসিন বলেন সোহেল আমার ভাইকে ডেকে নেওয়ার কারনেই আজ ভাইয়ের মৃত্যু হয়েছে, ভাতিজি সুমি আমার বড় ভাইকে মেরে ফেলেছে। নিহতের স্ত্রী মাহমুদার নিকট জানতে চাইলে তিনি স্বামীর শোকে কোনো কথা বলতে পারছেননা। আরেক ছোট ভাই মুক্তার বলেন আমি বাড়িতে ছিলাম না,আমি থাকলে এমন ঘটনা ঘটতো না। প্রতিবেশীরা জানান রাস্তার উপর কাঠাল গাছ লাগাতে নিষেধ করায় মুকবুলসহ তার মেয়ে সুমি মোর্শেদকে লাথি মারলে সে মারা যায়। তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে থানায় নিয়ে আসছি। আগামীকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা কলেজ মেডিকেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।তবে অভিযুক্তদের গ্রেফফতারের চেষ্টা অব্যাহত আছে।