আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ বর্ডার ক্রসিংয়ের দখল নিয়েছে তালেবান। কান্দাহারের কাছে স্পিন বোলডাক ক্রসিংয়ের ছাদে ওড়ানো হয়েছে তালেবানের সাদা পতাকা। তবে ক্রসিংটির নিয়ন্ত্রণ হারানোর কথা অস্বীকার করেছেন আফগান কর্মকর্তারা। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তালেবান যোদ্ধাদের পাকিস্তানের সীমান্তরক্ষীদের সঙ্গে আলোচনা করতে দেখা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে বিনা প্রতিরোধেই ক্রসিংটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।
গত কয়েক সপ্তাহে দ্রুত আফগানিস্তানের নতুন নতুন এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে তালেবান। ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান সীমান্তবর্তী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রসিংয়ের দখল নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার প্রেক্ষাপটে তালেবানদের এই উত্থান লক্ষ্য করা যাচ্ছে।
দলটি নতুন করে যে বর্ডার ক্রসিংটির নিয়ন্ত্রণ নিয়েছে তার একদিকে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহর। অপর পাশে পাকিস্তানি শহর চমন। এটি আফগানিস্তানের দ্বিতীয় ব্যস্ততম বর্ডার ক্রসিং।
বিবিসি প্রতিনিধি লিসে দৌচেত জানিয়েছেন, তালেবানরা ক্রসিংটির নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে কৌশলভাবে এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এর মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে পারবে তারা। এছাড়া এই ক্রসিংয়ের মধ্য দিয়ে সরাসরি পাকিস্তানি এলাকায় প্রবেশের সুযোগ পাওয়া যাবে। পাকিস্তানের ওই এলাকাগুলোতে দীর্ঘদিন ধরেই তালেবান নেতারা অবস্থান করে আসছেন বলে জানা যাচ্ছে।
ইসলামাবাদ জানিয়েছেন, সীমান্ত ক্রসিংটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। পাকিস্তানের দিক থেকে সাংবাদিক এবং জনসাধারণকে ক্রসিংয়ের দিকে অগ্রসর হতে নিষেধ করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছে স্থানীয় পাকিস্তানি কর্মকর্তারা।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানিয়েছেন, বাসিন্দা ও ব্যবসায়ীদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে। তবে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান দাবি করেছেন, সীমান্তের কাছে কিছুটা অস্থিরতা দেখা গেছে। তবে নিরাপত্তা বাহিনী হামলা প্রতিহত করেছে।’