বাবা-মা করোনায় আক্রান্ত তাই দেশে ফিরছেন মুশফিক
Published : Thursday, 15 July, 2021 at 12:00 AM
করোনাভাইরাসে আক্রান্ত
মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারা ও মা রহিম খাতুন। মূলত বাবা-মায়ের
করোনা আক্রান্তের খবর পেয়েই জিম্বাবুয়ের বিপে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ
না খেলেই দেশে ফিরছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
বিসিবি মিডিয়া
ম্যানেজার রাবিদ ইমাম নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি বলেছেন, ‘এ মুহূর্তে
পরিবারের কাছে ফেরাটাই মুশফিকের জন্য গুরুত্বপূর্ণ। এই কারণেই মুশফিক দ্রুত
দেশে ফিরে যাচ্ছেন। মুশফিক এবং তার পরিবারের প্রতি আমাদের শুভকামনা
থাকবে।’
নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, ‘ওর বাবা-মা করোনায় আক্রান্ত।
শারীরিক অবস্থা খুব একটা ভালো না বিধায় বগুড়া থেকে ঢাকায় আসছেন চিকিৎসার
জন্য। সে কারণেই মুশফিক ফিরে আসছেন।’
মঙ্গলবার রাতে বগুড়ায় স্থানীয় একটি
ডায়াগনস্টিক সেন্টারে তাদের সিটি স্ক্যান করা হয়। রিপোর্টে তাদের ২৫ শতাংশ
ফুসফুসে সংক্রমণ দেখা গেছে।
এরপর আজ (বুধবার) দুপুরে উন্নত চিকিৎসার
জন্য অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় রওনা হন মুশফিকের বাবা-মা। তাদের সঙ্গে
পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন।
ধারণা করা হচ্ছে, মুশফিকের বাবা-মায়ের
করোনা সংক্রমণ প্রাথমিক পর্যায়ে। আরটিপিসিআর ল্যাবে তাদের এখনও করোনা পরীা
করা হয়নি। তাছাড়া তাদের জ্বর, সর্দি ও মাথা ব্যথা রয়েছে।
আগামী ১৬ জুলাই
থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে যথাক্রমে ১৮
ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে
বাংলাদেশ-জিম্বাবুয়ে। টেস্টের মতো সীমিত ওভারের সব ম্যাচও হবে হারারেতে।
জিম্বাবুয়ে
সিরিজ শেষে আগামী ২৯ জুলাই বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট
দলের। বাংলাদেশ দলও সেদিন জিম্বাবুয়ে থেকে ফিরবে। দুই দলই তখন জৈব সুরা
বলয়ে ঢুকে যাবে। সফরে দুই দল ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।