ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অনলাইনে ট্রেনের টিকিট না পাওয়ার অভিযোগ যাত্রীদের
Published : Thursday, 15 July, 2021 at 12:00 AM
ঈদকে সামনে রেখে মধ্যরাত থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। করোনা মহামারি বিবেচনায় অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন পরিচালনা করা হবে। শুধু কমিউটার ট্রেন ছাড়া সব ধরনের টিকিট অনলাইনে বিক্রি হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল (মঙ্গলবার) বিকেল থেকে টিকিট বিক্রি শুরুর কথা থাকলে তা আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। তবে অনলাইন থেকে টিকিট কাটতে না পারার অভিযোগ সাধারণ যাত্রীদের।
সকালে কমলাপুর স্টেশন ম্যানেজারের কক্ষে গিয়ে দেখা গেছে, অনেকেই অভিযোগ করছেন সার্ভারে প্রবেশ করা যাচ্ছে না। যে কারণে টিকিট নিতে পারছেন না তারা। এসময় কাউন্টার মাস্টার তাদেরকে আশ্বস্ত করেন- বার বার ট্রাই করলে টিকিট পেয়ে যাবেন। লাখ লাখ টিকিট প্রত্যাশী একসঙ্গে চেষ্টা করার কারণে এই সমস্যা হচ্ছে।
রেলওয়ে বলছে, তারা স্বাভাবিক সময়ে প্রতিদিন মাত্র একদিনের জন্য অগ্রিম টিকিট বিক্রি করতেন। কিন্তু আজ একসঙ্গে চার দিনের জন্য টিকিট দেওয়া হচ্ছে। সে হিসেবে ১৫, ১৬, ১৭ ও ১৮ জুলাইয়ের টিকিট আজ একসঙ্গে অনলাইনে দেওয়া হয়েছে। যে কারণে হাজার হাজার মানুষ একসঙ্গে সার্ভারে প্রবেশ করার চেষ্টা করছে। ফলে হিট বেশি পড়ায় এই সমস্যাটি হচ্ছে। তবে অনেকেই এর মধ্যেও টিকিট পেয়েছে বলেও দাবি রেলওয়ের।
জানতে চাইলে কমলাপুর রেল স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, আজ সকাল ৮টায় অনলাইনের সব টিকিটি দেওয়া হয়েছে। কোনও টিকিট কাউন্টার থেকে বিক্রি হবে না। সুতরাং সবাইকে নিশ্চিত থাকা দরকার তারা অনলাইন থেকেই টিকিট পাবেন।
তিনি বলেন, এখন ঘটনাটা হচ্ছে আগে আমরা অগ্রিম একদিনের জন্যে টিকিট বিক্রি করতাম। কিন্তু আজ একসঙ্গে চার দিনের অগ্রিম টিকিট ছাড়া হয়েছে। মানুষও ঈদে বাড়ি যাওয়ার জন্য একসঙ্গে সার্ভারে প্রবেশ করার চেষ্টা করছে। যে কারণে আমাদের সার্ভার সবসময় লোড নিতে পারছে না। তবে একটি টিকিটও কাউন্টারে দেওয়া হবে না। অনলাইনের মাধ্যমেই সব টিকিট দেওয়া হবে। এক্ষেত্রে একবার না পেলে বার বার চেষ্টা করার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, প্রতিদিন আমাদের ৭২টি ট্রেন যাওয়া আসা করবে। এখন এই ট্রেনগুলোতে যাওয়া ও আসার টিকিটের জন্য সবাই একসঙ্গে চেষ্টা করছে। তিনি বলেন, আমার বিশ্বাস সার্ভারে হিটের সংখ্যা কমলেই সবাই টিকিট পাবে।
এদিকে স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে দেখা গেছে, কয়েকটি ট্রেন দাঁড়িয়ে আছে। মধ্যরাতের পর থেকে তারা যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা দিবেন। স্টেশন ম্যানেজার মাসুদ জানান, তারা সব ধরণের প্রস্তুতি শেষ করেছেন। মাস্ক ছাড়া কোনও যাত্রীকে প্রবেশ করতে দেওয়া হবে না। স্বাস্থ্যবিধি পালন করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হবে।