Published : Thursday, 15 July, 2021 at 12:00 AM, Update: 15.07.2021 12:11:38 AM
করোনায় ক্ষতিগ্রস্ত ১১৪২ টি কর্মহীন ও দুস্থ-অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগরে উপহার খাদ্য সামগ্রী ও ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে কাশিনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক। কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা জোবায়ের হোসেন, উপজেলা ট্যাগ অফিসার জীবন কানাই সরকার,কাশিনগর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, ফাতেমা আক্তার মুন্নি, ইউপি সদস্য রাসেল মাহমুদ টিটু,সালেহ, সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার ও মাননীয় সংসদ সদস্য জননেতা মোঃ মুজিবুল হক মুজিবের সহযোগিতায় কাশিনগর ইউনিয়নের ৯৬২ জন দুঃস্হ অসহায়, অতি দরিদ্র ও কর্মহীন মানষের মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল ও মাননীয় সংসদ সদস্য জননেতা মোঃ মুজিবুল হক মুজিবের বিশেষ সুপারিশে কুমিল্লার মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের বরাদ্দে কাশিনগর ইউনিয়নের ১৮০ জন মানুষের মাঝে ১৮০টি পেকেট(চাল-১০কেজি,তেল-২লিটার,পেয়াজ-১কেজি,ডাল-১কেজি,লবন-১কেজি,আলু-৩কেজি) বিতরন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হক বলেন প্রধান মন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী ও ভিজিএফের চাল চৌদ্দগ্রাম উপজেলা ন্যায় আজ কাশিনগর ইউনিয়ন পরিষদে মুখে মাক্স পড়ে ও সম্পুর্ন স্বাস্হ্য বিধি মেনে বিতরণ করা হলো। তিনি আরো বলেন করোনা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকার সামান্য সহযোগিতা করছে, আপনারা দয়া করে বিনাকারণে ঘরের বাহিরে যাবেন না, যদি যেতে হয় লকডাউন থাক বা না থাক অবশ্যই মুখে মাক্স ব্যবহার করবেন, সরকারের দেওয়া স্বাস্থ্য বিধি মেনে চলবেন।