রাসেল ডোবালেন ক্যারিবিয়ানদের, মার্শ- জাদুতে উজ্জ্বল অস্ট্রেলিয়া
Published : Friday, 16 July, 2021 at 12:00 AM
শেষ ওভারের প্রথম ৫ বলে একটি রানও নিতে পারলেন না। যখন জানবেন ব্যাটসম্যান ছিলেন আন্দ্রে রাসেল, তখন চোখ কপালে উঠতে বাধ্য! টি-টোয়েন্টি ক্রিকেটে যিনি ব্যাট হাতে বোলারদের কচুকাটা করেন, সেই তিনিই ডোবালেন ওয়েস্ট ইন্ডিজকে। অন্যদিকে ক্যারিয়ারে বসন্ত চলা মিচেল মার্শের জাদুতে আলো ছড়ালো অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ান সফরে প্রথম জয়ের দেখা পেয়েছে অজিরা।
সেন্ট লুসিয়ার চতুর্থ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আজ (বৃহস্পতিবার) ভোরের ম্যাচে মার্শের ৪৪ বলে খেলা ৭৫ রানের ঝড়ো ইনিংসে ভর করে সফরকারীরা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করে ১৮৯ রান। কঠিন এই ল্েয পৌঁছেই গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে মিচেল স্টার্কের করা শেষ ওভারে রাসেলের ‘ভুলে’ ৬ উইকেটে ১৮৫ রানে থামতে হয় ক্যারিবিয়ানদের। আগেই সিরিজ হার নিশ্চিত হওয়া অস্ট্রেলিয়ার প্রথম জয়ে সিরিজের অবস্থান দাঁড়ালো ৩-১।
লেন্ডল সিমন্সের ৭২ ও এভিন লুইসের ৩১ রানে জয়ের ভিত দারুণভাবে তৈরি করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সিমন্স ৪৮ বলে ১০ বাউন্ডারি ও ২ ছক্কায় সাজান ঝড়ো ইনিংসটি, আর লুইস মাত্র ১৪ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন টর্নেডো ইনিংস। তবে লুইসের বিদায়ের পর ক্রিস গেইল ১ রানে আউট হলে বড় ধাক্কা খায় সফরকারীরা। চার নম্বরে নামা আন্দ্রে ফেচারও (৬) দ্রুত মাঠ ছাড়লে আরও চাপ তৈরি হয়।
একটা সময় গিয়ে ২ ওভারে জিততে দরকার পড়ে ৩৬ রান। তবে সমীকরণটা সহজ হয়ে যায় ১৯তম ওভারে রিলে মেরেডিথ ৪ ছক্কা হজম করলে। ফ্যাবিয়ান অ্যালেন একাই মারেন ৩ ছক্কা। ফলে শেষ ওভারে জিততে ১১ রান দরকার পড়ে। স্ট্রাইকে যখন রাসেল, তখন জয়ের আশা করা মোটেও বাড়াবাড়ি নয়। কিন্তু অভিজ্ঞ স্টার্কের করা প্রথম ৫ বলে কোনও রানই নিতে পারলেন না এই হার্ডহিটার। শেষ বলে ছক্কা হাঁকালেন, তবে তখন বড্ড দেরি হয়ে গিয়েছিল। ‘ব্যর্থ’ রাসেল ১৩ বলে অপরাজিত থাকেন ২৪ রানে, মেরেছেন ৩ ছক্কা।
ব্যাটে ঝড় তোলার পর বোলিংয়েও আলো ছড়িয়েছেন মার্শ। এই অলরাউন্ডার ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ৩ উইকেট। অ্যাডাম জাম্পা ৪ ওভারে ২০ রানে পেয়েছেন ২ উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া ধাক্কা খায় ম্যাথু ওয়েড (৫) দ্রুত ফিরলে। যদিও ওই ধাক্কা সামলে সফরকারীরা শক্ত ভিত পায় অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও মার্শের জুটিতে। ফিঞ্চ ৩৭ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় করেন ৫৩ রান। আর মার্শ ৪৪ বলে ৪ বাউন্ডারি ও ৬ ছক্কা খেলেন ৭৫ রানের ঝলমলে ইনিংস। ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনিই।
ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ ৪ ওভারে ২৭ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।