শিরোপা থেকে এক পয়েন্ট দূরে কিংসের মেয়েরা
Published : Friday, 16 July, 2021 at 12:00 AM
মেয়েদের ফুটবল লিগে বসুন্ধরা কিংসের দাপট চলছেই। আজ (বৃহস্পতিবার) কুমিল্লা ইউনাইটেডকে ৬-০ গোলে উড়িয়ে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে সাবিনা-কৃষ্ণারা। গাণিতিক হিসাবে আটকে আছে তাদের শিরোপা উদযাপন।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বসুন্ধরার বড় জয়ে শামসুন্নাহার জুনিয়র দুটি ও সাবিনা খাতুন, তহুরা খাতুন, মনিকা চাকমা ও রিতুপর্ণা একটি করে গোল করেন।
১২ ম্যাচের সবক’টি জিতে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কিংস। অন্য ম্যাচে জামালপুর কাচারিপাড়া একাদশকে ১১-০ গোল উড়িয়ে দেওয়া আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং কাব ৩০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
এখন পরের দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই কিংস চ্যাম্পিয়ন হবে। অথবা তারা দুই ম্যাচ হারলে এবং আতাউর রহমান ভূঁইয়া জিতলেও তখন দেখা হবে গোল পার্থক্য। সেখানে আতাউর রহমান ভূঁইয়ার (+৫৫) চেয়ে বসুন্ধরা (+৮৭) এগিয়ে অনেক। তাই তাদের শিরোপা নিশ্চিতই বলা চলে।
দলটির কোচ আবু ফয়সাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা পরের ম্যাচ জিতেই শিরোপা উৎসব করতে চাইছি। আশা করছি, বাকি দুটো ম্যাচ জিতেই লিগ শেষ করতে পারবো।’