ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টিকা নিতে সোয়া কোটি নিবন্ধন
Published : Friday, 16 July, 2021 at 12:00 AM
করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে দেশে সোয়া কোটিরও বেশি মানুষ নিবন্ধন করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বৃহস্পতিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
অধিদফতর জানিয়েছে, টিকা নিতে এক কোটি ২৫ লাখ দুই হাজার ১৬৫ জন মানুষ আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত নিবন্ধন করেছেন।
প্রসঙ্গত, দেশে এখন চারটি টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনাকার কোভিশিল্ড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জনকে আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪২ লাখ ৯৬ হাজার ৭৩৮ জনকে। ফাইজার বায়োএনটেকের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪৬ হাজার ৯৮১ জনকে। সিনোফার্মের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ৫১ হাজার ৫৪৯ জনকে আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ২৫৯ জনকে।
গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দেশের ১২ সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার টিকা দেওয়া হয়েছে এক রাখ ১২ হাজার ৫৭১ জনকে।
করোনাভাইরাস প্রতিরোধে গত ২৬ জানুয়ারি নিবন্ধন শুরু হয়ে গত ৭ ফেব্রুয়ারিতে দেশে গন-টিকাদান কর্মসূচি শুরু হয়। আর এই শুরুটা হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ও ভারতের সেরাম ইন্সটিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার মাধ্যমে। কিন্তু ভারত টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দিলে ক্রমেই এ টিকার মজুত কমে আসে। আর তাতে করে গত ২ মে’র পর টিকা নিতে নিবন্ধন স্থগিত করা হয়।
তবে চীনের সঙ্গে চুক্তি এবং কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজার বায়োএনটেকের এবং মডার্নার টিকা আসায় আবার নিবন্ধন শুরু হয় গত ৭ জুলাই থেকে।
আর গত ১২ তারিখে জেলা-উপজেলায় সিনোফার্ম আর দেশের ১২ সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার টিকা দেওয়ার মাধ্যমে আবারও দ্বিতীয় দফায় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।