ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ৭শ’ অসহায় মানুষ
Published : Friday, 16 July, 2021 at 12:00 AM
মানিক দাস ||
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ পেলো ৭শ’ অসহায় পরিবার। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর এ ঈদ উপহার প্রদান করা হয়। করোনা মহামারির মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ সাত্তার রাড়ী, ট্যাগ অফিসার আনিসুর রহমান ও ইউপি সচিব মোঃ কুদ্দুস আখন্দ রোকন উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ৭শ’ অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হারুনুর রশিদ খান, সদস্য সাহিদা বেগম, দেলোয়ার হোসেন, খুরশিদা বেগম।