বুড়িচংয়ে ভিজিএফ চাল বিতরণ
Published : Friday, 16 July, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা (দ.) ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষ্যে এলাকার গরিব, অসহায় দু:স্থদের মাঝে গতকাল ১৪ জুলাই বুধবার স্বাস্থ্যবিধি মেনে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। মাথাপিছু ১০ কেজি করে ৬শ’ ৭৫ জন সুবিধাভোগীর মাঝে এসব চাল বিতরণ করেন ভারেল্লা (দ.) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহকামাল। এসময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. ফরিদ উদ্দীন আহম্মেদসহ অন্যান্য অফিসারগণ। উপস্থিত ছিলেন ওই ইউপির মেম্বার মো. গোলাম জিলানী, জাকির হোসেন বাবুল, আ: জলিল মেম্বার, সুলতান আহমেদ, রাশেদ মেম্বার, মোসা. জোহরা আক্তার ও মোসা. হাসিয়া মেম্বার।