শূন্যের শীর্ষে তামিম
Published : Saturday, 17 July, 2021 at 12:00 AM
রেকর্ডের খেলা ক্রিকেটে সব রেকর্ডই কাঙ্তি নয়। তামিম ইকবাল যেমন বুঝতে পারছেন। বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান এখন ব্যর্থতার একটি রেকর্ডেও এককভাবে সবার ওপরে। ওয়ানডেতে ও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউটের শিকার তিনিই।
জিম্বাবুয়ের বিপে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারারেতে শুক্রবার শূন্য রানে আউট হন তামিম। তাতে অনাকাঙ্তি এই রেকর্ড এককভাবে হয়ে যায় তার।
ওয়ানডেতে তামিমের এটি ১৯তম শূন্য। ১৮ শূন্য নিয়ে এতদিন যৌথভাবে শীর্ষে থাকা হাবিবুল বাশার নেমে গেছেন দুইয়ে। এই সংস্করণে মাশরাফি বিন মুর্তজা ও মোহাম্মদ রফিকের শূন্য ১৫টি করে।
তিন সংস্করণ মিলিয়ে তামিমের শূন্য হলো এখন ৩৪টি। মাশরাফি এখন এক ধাপ নিচে নামলেন ৩৩ শূন্য নিয়ে। মোহাম্মদ আশরাফুলের শূন্য ৩১ ইনিংসে, ২৬ ইনিংসে মুশফিকুর রহিম।
ওয়ানডেতে তামিম ইকবালের ১৯ শূন্যের সবকটি ওপেনিংয়ে ব্যাট করে। ওপেনারদের মধ্যে এই সংস্করণে শূন্যের বিশ্বরেকর্ড সনাৎ জয়াসুরিয়ার, ২৯টি। ওপেনিংয়ে ক্রিস গেইলের শূন্য ২৩টি। এরপরই তামিম।
তিন সংস্করণ মিলিয়েও ওপেনারদের মধ্যে শূন্যের বিশ্বরেকর্ডে তামিম আছেন তিনে। ৪৫টি শূন্য জয়াসুরিয়ার, ৪০টি গেইলের।