Published : Saturday, 17 July, 2021 at 12:00 AM, Update: 17.07.2021 1:03:49 AM
নিজস্ব
প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (হোমিও ও ট্র্যাডিশনাল
মেডিসিন ),চট্টগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন ও কুমিল্লার সাবেক ডেপুটি
সিভিল সার্জন, কুমিল্লার সুপরিচিত ডা. আজিজুর রহমান সিদ্দিকীর শারীরিক
পরিস্থিতির অবনতি হওয়ায় আশংকাজনক অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালের
এনআইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে। পরিবার সূত্রে জানা গেছে, শ^াসকষ্টজনিত
সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ডা. আজিজুর রহমান সিদ্দিকীর
ছোট বোন ডা. ফারজানা সিদ্দিকী পান্না গতকাল জানান, সকালে ১৫ লিটার
অক্সিজেনের মাধ্যমে উনার অক্সিজেন সিচ্যুরেশন ৯০ রাখা যাচ্ছিলো। কিন্তু আমি
যখন খাবার খাওয়াচ্ছিলাম তখন অক্সিজেন সিচ্যুরেশন ৮৩ হয়ে যায়। খাওয়ার সময়
অক্সিজেন সিচ্যুরেশন কমতে থাকে। বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ১৫ লিটার
অক্সিজেনেই হচ্ছিলো। কিন্তু পরবর্তীতে ৬০-৭০লিটার অক্সিজেন দিয়েও
সিচ্যুরেমন ৯০উঠছে না।
তিনি কান্নাজড়িত কণ্ঠে আরো বলেন, সকালেও ভাইয়া
আমার সাথে মজা করছিলো।বললেন ঠিক হয়ে যাবেন। চিন্তা না করতে। হাসি ঠাট্টা
করেছেন। কিন্তু এখন ভাইয়া অনিশ্চিত অবস্থায় চলে গেছেন। তিনি সবার কাছে দোয়া
চেয়েছেন।