ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের ধীরগতি, টোলপ্লাজায় জট  
Published : Saturday, 17 July, 2021 at 12:00 AM, Update: 17.07.2021 1:03:47 AM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের ধীরগতি, টোলপ্লাজায় জট  মাসুদ আলম।।
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় হালকা যানজটের সঙ্গে যানবাহনের ধীরগতি বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে মহাসড়কের দু’দিক থেকে যানবাহনের চাপও বাড়ছে। হঠাৎ করে যানবাহনের চাপ বাড়তে শুরু করায় কুমিল্লার অংশের দাউদকান্দি, গৌরিপুর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা ও ময়নামতি ক্যান্টনমেন্টসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে গাড়ির ধীরগতি বেড়েছে। তবে মহাসড়কের যানবাহনের দীর্ঘ জট দেখা যায়নি।
শুক্রবার বেলা ১০ থেকে ১১ পর্যন্ত কুমিল্লা থেকে দাউদকান্দি মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজা এলাকা ঘুরে দেখা যায়, স্বাভাবিকের তুলনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে গাড়ির চাপ বেড়েছে। সড়কের গুরুত্বপূর্ণ এলাকাগুলো গাড়ির ধীরগতি রয়েছে। অন্যদিকে দাউদকান্দি টোলপ্লাজা থেকে চট্টগ্রাম লেনে প্রায় এক কিলোমিটার যানজট তৈরি হয়েছে। তবে এই যানজট স্থায়ী হচ্ছে না। মহাসড়কে যানজট নিরসন এবং ধীরগতি কমাতে হাইওয়ে পুলিশ নিয়মিত টহলে রয়েছেন।
মিজানুর রহমান নামে এক পিকআপ চালক জানান, তিনি ফেণী থেকে গরু নিয়ে নারায়নগঞ্জ যাচ্ছেন। আসার সময় কুমিল্লার অংশে যানজট বা গাড়ির চাপ না দেখলোও ফেরার সময় মহাসড়কে যানবাহনের ধীরগতি থাকায় বিভিন্ন জায়গায় আটকা পড়তে হয়েছে। এখন মেঘনা ও গোমতীয় সেতুর টোলপ্লাজা এলাকায় এসে জটে আটকা পড়েছেন। সামনে মুন্সিগঞ্জ ও নারায়নগঞ্জ এলাকায় যানজট নিয়ে তিনি শঙ্কায় আছেন।
এদিকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকার স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বৃহস্পতিবার সারাদিন সড়কের জট না থাকলেও রাতে টোলপ্লাজা এলাকা থেকে মহাসড়কের দীর্ঘ যানজট ছিলো। তবে শুক্রবার ভোর থেকে সেই যানজট কমে আসে।
এবিষয়ে কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’দিক থেকে শুক্রবার বেলা সাড়ে ১০টা থেকে হঠাৎ যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে গাড়ির ধীরগতির বেড়েছে। মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় অতিরিক্ত ধীরগতি বেড়েছে হালকা যানজট থাকলেও তা স্থায়ী হচ্ছে না। এই জট সৃষ্টি হচ্ছে যানবাহন থেকে টোল আদায়ে। তবে পুলিশ মহাসড়কে যানজট নিরসন নিয়মিত টহলে রয়েছে।