ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে ভোক্তা অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মজিবুর রহমান বাবলু
Published : Sunday, 18 July, 2021 at 6:31 PM
চৌদ্দগ্রামে ভোক্তা অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতচৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের জন্য ভোক্তা অধিকার আইন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।জাইকার অর্থায়নে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক।সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব এবিএমএ বাহার।প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার ও সহকারি কমিশনার (ভূমি) আলামীন সরকার।জাইকার প্রতিনিধি,বিভিন্ন পত্রিকার স্থানীয় সাংবাদিক,ব্যাবসায়ী,ব্যবসায়ী নেতৃবৃন্দ,জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের ৪০ জন সদস্য এ প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।প্রশিক্ষণে ভোক্তা অধিকার আইন,নিরাপদ খাদ্য আইন,স্থিতিশীল বাজার ব্যবস্থার কারণ ও প্রতিকার,খাদ্যে ভেজাল মিশ্রণ প্রতিরোধ আইন,মজুদকারীদের প্রতিরোধের কলাকৌশল,দন্ড ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস এম মঞ্জুরুল হক বলেন-এ প্রশিক্ষণে আপনাদের  মাধ্যমে সমাজের সর্বস্তরের ব্যবসায়ী এবং ভোক্তা সাধারণের কাছে আমরা এ তথ্যগলো  পৌঁছে দিচ্ছি।প্রশিক্ষণ কার্যক্রম শেষ করার পর থেকে ভোক্তা অধিকার আইনে কঠোর পদক্ষেপ নেয়া হবে।