গাজায় হামাসবিরোধী টানা ১১ দিনের বিমান হামলা এবং বিভিন্ন শহরে সহিংস দাঙ্গার পরও ইসরায়েলের সেনাবাহিনীতে মুসলিমদের যোগদানের সংখ্যা বাড়ছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ-এর তথ্য অনুসারে, ২০২০ সালে ৬০৬ জন আরব মুসলিম বাহিনীতে যোগ দিয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, ২০১৯ সালের ৪৮৯ জন ও ২০১৮ সালের ৪৩৬ জনের তুলনায় গত বছর মুসলিমদের আইডিএফ-এ যোগদানের সংখ্যা বেশি। সেনাবাহিনীতে যোগ দেওয়া অর্ধেকেরও বেশি যুদ্ধের ভূমিকায় রয়েছেন।
আইডিএফ-এর বেদুইন রেকনেসান্স ইউনিটের সদস্য সংখ্যা দুই বছরে দ্বিগুণ রয়েছে। ২০১৮ সালে ৮৪ জন থাকলেও ২০২০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে। ২০১৭ সালে মাত্র ৪৫ জন যোগ দিয়েছিলেন। সদস্য সংখ্যা বাড়তে থাকায় আইডিএফ মৌলিক প্রশিক্ষণের জন্য দুটি প্লাটুন চালু করেছে।
এবারের গাজা যুদ্ধের সময় আইডিএফ থেকে ২০ মুসলিম সেনা দায়িত্ব ছেড়ে দেওয়ার আবেদন করেছিলেন। তবে কমান্ডারদের সঙ্গে আলোচনার পর ১৮ জন দায়িত্ব পালন করে যেতে সম্মত হয়। বাকিরা চাকরি ছেড়ে দেয়।
আইডিএফ বলছে, অপারেশন গার্ডিয়ান অব দ্য ওয়ালস (গাজায় হামাসবিরোধী হামলা) এবং বিভিন্ন শহরে সহিংস দাঙ্গার পরও ইসরায়েলি বাহিনীতে মুসলিমদের নিয়োগ দেওয়ার প্রবণতা বেড়েই চলবে।