ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
একদিনে করোনা আক্রান্ত ৬ শ’ ছাড়ালো কুমিল্লায়
Published : Tuesday, 20 July, 2021 at 12:00 AM, Update: 20.07.2021 1:06:37 AM
একদিনে করোনা আক্রান্ত ৬ শ’ ছাড়ালো কুমিল্লায়জহির শান্ত: করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে কুমিল্লায়। রোগী শনাক্তে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন রেকর্ড। তবে অতীতের সব রেকর্ড ভেঙ্গে সোমবার (১৯ জুলাই) একদিনে ৬ শতাধিক রোগী শনাক্তের তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬০৬ জন। করোনার সংক্রমণ শুরু হওয়ার পর এই প্রথম কুমিল্লায় একদিনে শনাক্ত রোগী ৬ শ’ ছাড়ালো। এর আগের দিন রোববার কুমিল্লায় করোনা আক্রান্ত হয়েছিলেন ৫৫৬ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন নারী এবং ৩ জন পুরুষ। এর মধ্যে তিনজন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। বাকিদের মধ্যে মুরাদনগরের একজন, বরুড়া উপজেলার ২ জন, লাকসামের একজন এবং অপর একজনের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলায়।
এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৪১৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৯১ জন; প্রাণ হারিয়েছেন ৬০৮ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ১৪ শ’ ৩৫ টি নমুনা পরীক্ষার মধ্যে পজেটিভ এসেছে ৬০৬ জনের। শনাক্তের হার এর মধ্যে ৪২ দশমিক ২ শতাংশ। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২১৯ জনই কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এছাড়াও আদর্শ সদর উপজেলায় ২৭ জন, সদর দক্ষিণ উপজেলায় ১৩ জন, বুড়িচং উপজেলায় ১০, ব্রাহ্মণপাড়া উপজেলায় ২৮ জন, চান্দিনায় ২৯ জন, চৌদ্দগ্রামে ৫৭ জন, দেবিদ্বারে ১১ জন, দাউদকান্দিতে ১জন, লাকসামে ৪৪ জন, লালমাইয়ে ৪ জন, নাঙ্গলকোটে ৩১ জন, বরুড়ায় ৫৭ জন, মনোহরগঞ্জে ২৪ জন, মুরাদনগরে ৪ জন, তিতাসে ৯ এবং হোমনা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩৮ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ২৩৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলেও জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।