ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ডিবি পুলিশের পৃথক অভিযানে আটক ৫
৭৪ কেজি গাঁজা এবং সাড়ে ৬ হাজার ইয়াবা উদ্ধার
Published : Tuesday, 20 July, 2021 at 12:00 AM, Update: 20.07.2021 1:07:11 AM
কুমিল্লায় ডিবি পুলিশের পৃথক অভিযানে আটক ৫কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭৪ কেজি গাঁজা এবং সাড়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে ৫ মাদক ব্যবসায়ীকে। উদ্ধারকৃত ইয়াবাগুলো তিন মাদক কারবারির পেটের ভেতর থেকে বের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার বিকেলে ও রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এবং চৌদ্দগ্রামের আমানগন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ডিবি পলিশের অভিযানে আটক ৫ মাদক কারবারি হচ্ছে চৌদ্দগ্রামে আমানগন্ডা শালুকিয়া গ্রামের মাসুদ রানা, ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জের বাসিন্দা ওহিদুল শিকদার, একই এলাকার আবদুল বাতেন, মুন্সিগঞ্জ জেলার সিরাজদী থানার জোসনা আক্তার, নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার হোসনা আক্তার।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আনওয়ারুল আজিম জানান, আটক ৫ মাদক কারবারীকে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক পরিমল দাশ জানান, রবিবার বিকেল সাড়ে ৩ টায় গোপন সংবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজায় একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করি। এ সময় দুজন পুরুষ ও দুজন নারীকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় তাদের পেটে স্কচটেপ দিয়ে মোড়ানো ইয়াবা রয়েছে।  গোয়েন্দা কার্যালয়ের ভেতরে রাতভর গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ীদের মধ্যে ৩ জনের পাকস্থলী থেকে ৬ হাজার ৫ শত পিছ ইয়াবা উদ্ধার করি।
অপর দিকে জেলা ডিবি পুলিশের এস আই দিবাকর রায় সঙ্গীয় ফোর্ড সহ গোপন সংবাদের ভিত্তিতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়ন এর আমানগন্ডা গ্রামের মৃত জুলফু মিয়ার ছেলে মোঃ মাসুদ রানা প্রকাশ গোলাম রসুলের একটি মুরগীর খামারে অভিযান চালিয়ে ৭৪ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় খামারের মালিক মোঃ মাসুদ রানা প্রকাশ গোলাম রসুলকে আটক করে। ইয়াবা এবং গাঁজা সহ ৫ জন মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দায়ের পূর্বক কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।