ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিদ্যুৎস্পৃষ্ট ভাগনেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মামারও
Published : Sunday, 25 July, 2021 at 8:41 PM
বিদ্যুৎস্পৃষ্ট ভাগনেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মামারওনাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা ও ভাগনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুলাই) দুপুরে উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুরা ভিটেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর এনএস কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র মকবুল হোসেন (২২) ও তার মামা আব্দুস সাত্তার (৬৭)।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আইয়ুব আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রোববার দুপুরে মকবুল হোসেন একই এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে যায়। এ সময় বাড়ির উঠানে সে এবং তার মামা গল্প করছিল। তখন অসাবধানতাবশত সেখানে টানানো বৈদ্যুতিক তারে মকবুলের লাগলে সে বিদ্যুতায়িত হয়। এ সময় মকবুলের মামা আব্দুস সাত্তার তাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

নিহতদের স্বজনরা জানান, বাড়ির রান্নাঘরের বিদ্যুতের তারে ফল্ট ছিল। সেই তারটি পাশের কাপড় শুকানো জিআই তারের সঙ্গে লেগে থাকায় এই দুর্ঘটনা ঘটে।